(00 Reviews)
৳25.00 ৳18.00 (29% ছাড়ে)
আবু ওয়াইল {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আস্-সুবাই ইবন মাবাদ {রহমাতুল্লাহি আলাইহি} বলিয়াছেন, আমি খৃষ্টান বেদুঈন ছিলাম। ইসলাম কবুলের পর আমি আমার গোত্রের হুযাইম ইবন সুরমুলা নামক এক ব্যক্তির কাছে এসে তাহাকে বলিলাম, হে অমুক! আমি জিহাদে যোগদান করিতে চাই। আমি দেখছি, আমার উপর হাজ্জ ও উমরাহ ফারয হয়ে গেছে। কাজেই এ দুটাকে আমি কিভাবে একত্র করবো? সে বললো, তুমি উভয়টি একত্রে আদায় করো এবং তোমার জন্য সহজলভ্য কুরবানী করো। সুতরাং আমি উভয়টির জন্য একত্রে ইহরাম বাঁধি। আমি যখন আল-উযাইব নামক স্থানে পৌঁছি তখন সালমান ইবন রবীআহ এবং যায়িদাহ ইবন সূহার {রাদি.} এর সাথে আমার সাক্ষাৎ হলো। আর আমি উভয়টির একত্রে ইহরাম বেঁধেছি। তাহাদের একজন আরেকজনকে বলিলেন, এ ব্যক্তি তার উটের চেয়ে অধিক জ্ঞানী নয়। বর্ণনাকারী বলেন, এই মন্তব্যে যেন আমার উপর পাহাড় পতিত হলো। শেষে আমি উমার ইবনল খাত্তাবের {রাদি.} কাছে গিয়ে বলিলাম, হে আমীরুল মুমিনীন! আমি ছিলাম খৃষ্টান বেদুঈন। আমি ইসলাম কবুল করেছি। আমি জিহাদে অংশ গ্রহনে আগ্রহী। আমি আমার উপর হাজ্জ ও উমরাহ ফরয দেখিতে পাচ্ছি। কাজেই আমি আমার গোত্রের এক লোকের কাছে গেলে সে আমাকে বললো, তুমি একত্রে উভয়টির ইহরাম বাঁধো এবং তোমার জন্য সহজলভ্য কুরবানী করো। ফলে আমি একত্রে উভয়টির ইহরাম বেঁধেছি। উমার {রাদি.} আমাকে বলিলেন, তুমি তোমার নাবী {সাল্লাল্লাহু আঃ} এর সুন্নাতের হিদায়াত পেয়েছো।